| ১ |
Whenever in danger in the wild, forest, water jungle, remember me,- I will protect you. |
রণে, বনে, জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, - আমিই রক্ষা করব।
|
|
| ২ |
My children will eat at home the treasure I have brought from the mountains.
|
আমি পাহাড়-পর্বত ঘুরে যে ধন কামাই করে এনেছি, তা আমার সন্তানরা ঘরে বসে খাবে। |
|
| ৩ |
Do not think that this body will end immediately. As I was, As i am, I will stay forever.
|
এই দেহপাতের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে মনে করিস না। আমি যেমন ছিলাম, যেমন আছি, তেমনি চিরকাল থাকবো। |
|
| ৪ |
To stop hunger Such as the body Feel the need,
The closet, urination Such as the body Feel the need,
Feel the need like that for me
mine Despite the reluctance To, wish Can take. |
ক্ষুদা নিবারণের জন্য দেহের যেমন প্রয়োজন বোধ, বিষ্ঠা, মূত্র ত্যাগের জন্য যেমন প্রয়োজন বোধ, সেরকম আমার জন্য যার প্রয়োজন বোধ সে আমার অনিচ্ছা থাকলেও ইচ্ছা করিয়ে নিতে পারে |
|
| ৫ |
It is madness to ignore the God who is near and go in search of the God who is far away. After all, He is all around us.
|
কাছের ভগবানকে উপেক্ষা করে দূরের ভগবানের খোঁজ নিতে যাওয়া পাগলামি। তো চারপাশেই তো তিনি পরিব্যাপ্ত। |
|
| ৬ |
To be pious, reflect on your daily and nightly news, meaning what good deeds you have done and what bad deeds you have done, and be determined to do good deeds and not do bad deeds. |
ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থ্যাৎ ভাল কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হবি। |
|
| ৭ |
Whether willingly or unwillingly, God blesses a child who obeys his mother's orders |
ইচ্ছা হোক, অনিচ্ছা হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে, ভগবান তার মঙ্গল করেন। |
|
| ৮ |
Blind society gone blind, have eyes |
অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলে। |
|
| ৯ |
Do whatever comes to mind, but judge it. |
যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। |
|
| ১০ |
when someone give anything to the poor helpless peoples hands, I'll get it, I will accept it. |
দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করবো। |
|
| ১১ |
---
|
দুঃখ দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। |
|
| ১২ |
---
|
কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের ম্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে, সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। |
|
| ১৩ |
--- |
অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। |
|
| ১৪ |
--- |
ক্রোধ ভাল, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভাল নয়। |
|
| ১৫ |
--- |
জগতে যখন মানুষের শরীর নিয়ে এসেছিল, তখন দশের সেবা করে, তাদের প্রসন্ন করে জীবন সার্থক করে নে। এতে তোরই মঙ্গল জগতেরও মঙ্গল। |
|
| ১৬ |
--- |
শত বছরেরও অধিক পাহাড়, পর্বত, বন, জঙ্গলে ঘুরে তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হলো না, আমি দেখলাম শুধু আমাকে, আমি বদ্ধ আছি সংসারে, সংসার বদ্ধ আছে জিহ্বা এবং উপস্থে। যে এই দুটোর সংযম করতে পেরেছে, একমাত্র স |
|
| ১৭ |
I have spread my grace, you just have to pick it up. |
আমার কৃপা ছড়িয়ে রেখেছি, তোদের কেবল তুলে নিতে হবে। |
|
| ১৮ |
--- |
আমি শতাধিক বছর পাহাড়-পর্বতে ঘুড়ে বড় একটা ধন কামাই করেছি, তোরা বসে খাবি। |
|
| ১৯ |
I am eternal matter, I have no destruction, no remembrance. |
আমি নিত্য পদার্থ, আমার বিনাশ নাই, শ্রাদ্ধও নাই। |
|
| ২০ |
You don't believe that I can do whatever I want, so you don't get results. |
আমি যা ইচ্ছা তাই করতে পারি তোদের বিশ্বাস নেই, কাজেই তোদের ফল হয় না। |
|